Loading...

Monday, April 27, 2020

করোনাতে কিভাবে সুরক্ষিত থাকবেন গর্ভবতীরা। বিশদে জানাচ্ছেন বিশিষ্ট গাইনি


এ যেন এক অসম লড়াই। চারপাশে যুদ্ধকালীন তৎপরতা। একটু অসাবধানতা। আর তাতেই মানব শরীরে অনায়াসে থাবা বসাতে পারে করোনা। 
এই নভেল করোনা ভাইরাসের জেরেই এখন থমকে গিয়েছে আমাদের জীবন। ছন্দপতন ঘটেছে আমাদের রোজকার চেনা জীবন যাত্রাতেও। আর এমন অবস্থায় গর্ভবতী যারা তাদের উদ্বিগ্ন হওয়া খুবই স্বাভাবিক। কতখানি ঝুঁকি রয়েছে। কি ভাবেই বা নিজেকে সুস্থ রাখবেন এই সময় তা নিয়ে বং জার্নালকে বিশদে জানালেন  ‌মৃগাঙ্ক মৌলি সাহা (Obstetrics and Gynaecology)

এই করোনা ভাইরাস থেকে একজন সাধারণ মানুষের যতটুকু থাকে, একজন গর্ভবতী মহিলারও ঠিক ততটুকুই ঝুঁকি থাকে। তবে দেখা গিয়েছে মা যদি আক্রান্ত হয়েও থাকেন তবে তা থেকে সদ্যোজাতোদের শরীরে প্রবেশ করতে পারেনি এই নভেল করোনা। বা এর দ্বারা কোনো গর্ভপাতের নজির এখনো পর্যন্ত মেলেনি।
তবে কথাতে আছে precaution is better than cure, তাই হবু মায়েরা যদি আগে থেকেই নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনে তাহলে সংক্রমণ রোধ সম্ভব হবে। যেমন খাওয়া দাওয়া। প্রচুর পরিমানে শাক সবজি খেতে হবে। আন্টি অক্সিডেন্ট জাতীয় খাবার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যা এই ধরণের রোগ ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন সি রয়েছে এমন ফল খান। প্রয়োজনে ভিটামিন সি ট্যাবলেট খাওয়া যেতে পারে।এছাড়াও ঘন ঘন জল খান। অর্থাৎ হবু মায়েদের প্রথম কাজটি হল নিজের সুস্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ করা। তার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে স্বাস্থ্যকর খাওয়া। সামাজিক দূরত্ব অনুশীলন করা। 
সামান্য সর্দি কাশি হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তবে এতে ভয়ে পাবার কিছু নেই। করনাতে আক্রান্ত হলেও দেখা গিয়েছে যে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত সেরে উঠেছে।  খেয়াল রাখতে হবে সর্দি কাশিতে কোনো শ্বাস কষ্ট হচ্ছে কিনা। চিকিৎসকের পরামর্শ মানুন। তেমন বুঝলে আগেই হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে।
তবে মা কোনোভাবে আক্রান্ত হলে ডেলিভারির সময় কিছু জটিলতা আসতেই পারে। তাই আগে থেকেই চিকিৎসক কে জানিয়ে রাখুন। সে ক্ষেত্রে কিছু সাবধানতা নিতে হতে পারে। এম্বুলেন্স ও হাসপাতাল কতৃপক্ষকেও জানিয়ে রাখুন। প্রয়োজনে বিশেষ প্রটেক্টিভ কিট ব্যাবহার করতে হবে। 

কি ভাবে সুরক্ষিত রাখবেন সদ্যোজাতদের

শিশুকে ধরার আগে বা তার ব্যাবহারের যে কোনো জিনিস ধরার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুন। 

সদ্যোজাতর সামনে কাশি বা হাঁচি এড়িয়ে চলুন।

প্রতিবার ব্যাবহারের পর শিশুর দুধের বোতল ও ব্রেস্ট পাম্প ভালো করে পরিষ্কার করে নেবেন।

শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় বা সামনে থাকার সময় অতি অবশ্যই মাস্ক ব্যাবহার করুন।




Wednesday, April 8, 2020

How to slow down Covid - 19 : As advice by Doctor



Right now we are living in a world which is facing the severe pandemic of Novel Corona Virus. The pandemic is observed to have different stages in the infection cycle. The stage three is most alarming when the community transfer starts in geometric proportion. Our country is now at stage two. Dr Mriganka Mouli Saha (Gynaecologist and Obstetrics) shared here important advices on how to prevent  pandemic from reaching stage three.


The pandemic is growing exponentially in almost every countries. But there are few countries which have significantly slowed down the pandemic spread. Recently we have come across a video and come to know that Czech Republic is one of those countries  which has significantly controlled the infection propagation. Here are the few process they follow to slow down the vivid corona virus. Social distancing by staying at home, by following strict hygienic process and by wearing mask while going out ( this mostly concerns aged and sick people who may be suspected).
Many people are contagious before they show any type of symptoms. 
According to Vladimir Zdimal ( Head of the dept of chemistry and Aerosol physics, Czech Academy of Sciences) even a simple homemade mask can prevent 100% of the droplets.

Here we asked Dr. Mriganka Mouli Saha how far this procedure can work to slow down the pandemic. According to Dr. Saha it can definitely be slowed down by maintaining social distance as primary step to cut down the growth. He advises us to avoid any kind of social gathering and proximity with strangers during this period. Go out only if there is any emergency. Even if you go out then don't forget to maintain at least 1 meter difference from another person. So that the droplets that are created while talking get settled down within the said distance. As a result you don't get in touch with the virus. 


Does wearing mask really beneficial? 

Yes definitely. Whenever you are leaving home you need to wear it. So that it could prevent the virus from entering through nose and mouth and then passing to the respiratory tract. But you don't need to wear it at home


What type of mask we should use?

People can use simple surgical mask. N - 95, N - 97 are only meant for doctors. But there are also some do's and don't of using mask. Avoid touching the mask once you wear it. 

Surgical masks are effective up to 8 hours. Don't forget to wash them with detergent after using.

What else we need to do?

Keep yourself clean. Use sanitizer with more than 70% of alcohol. Wash your hand with soap for more than 20sec. Otherwise it won't work.

Interview by Sreeja Ghosh Sur

Dr.Saha has also given valuable suggestion for pregnancy related issues during the lockdown condition.
We shall share his prescribed dos and dont's in our upcoming post...

Wednesday, March 25, 2020

করোনার জেরে বন্ধ হলো ফ্লিপকার্ট ও আমাজন



করোনার জেরে ইতিমধ্যেই একুশ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে গোটা দেশ জুড়ে। তবে ছাড় আছে মানুষের জরুরি পরিষেবাতে। ইতিমধ্যে amazon ও flipcart -এর মতো ই কমার্স ফার্মগুলো নতুন করে  গ্রাহকদের থেকে কোনো অর্ডার নিচ্ছে না মঙ্গলবার রাত থেকেই। 

ফ্লিপকার্টের  কর্পোরেট এফেয়ার প্রধান রাজনিশ কুমার ই মেল মারফত জানিয়েছেন যে যারা গ্রাহকদের কাছে সামগ্রী পৌছে দেবেন তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 
আমাজনের তরফ থেকে জানানো হয়েছে যে খুব জরুরি সামগ্রী ছাড়া তারা আর কোনো অর্ডার নিচ্ছেনা।

অন্যদিকে একই হাল বিগ বাস্কেট গ্রফার্স এর। বিগ বাস্কেট এর তরফ থেকে জানানো হয়েছে যে সামগ্রী পৌঁছতে গিয়ে পুলিশের কাছে অকারনেই হেনস্থা হতে হয়েছে ডেলিভারি অফিসারদের।




Friday, March 13, 2020

স্রষ্টা ব্রহ্মাই জানেন গোপন কম্মটি । নিজেদের দোষ ঢাকতে এবার লেখিকাকেই কুৎসিত মন্তব্য


শ্রীজা ঘোষ সুর


পিকাসো বলেছিলেন "Good artists copy, great arists steal" তেমনই বাংলায় প্রবাদ আছে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। কিন্তু শিবপ্রসাদ বাবু আর নন্দিতা দেবী বার বারই ধরা পড়ছেন নাকি নিছক কাকতালিও পরিণতি? ওনাদের ভাবখানা এমন যেন ছবির বিষয়বস্তু একটু বেশিই সাহিত্যের ভারে পক্ক তাই তাল বুঝে কোন লেখক তাল ঠুকে নাম কেনার ফন্দি আটছেন। যদিও কথায় আছে ঝুট বোলে কৌয়া কাটে, কিন্তু শেষমেষ ভারে কেটে যাচ্ছে বক্সঅফিসের জোরে  আর বেশিরভাগ লেখকই যখন কলম-পেশা মাস মাইনের জোরেই কলম চালিয়ে যান তখন কে সাহস পাবে দ্বন্ধে যেতে। 

উইন্ডোস প্রোডাকশনের সাম্প্রতিক ছবি "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" নিয়ে টলিপাড়ায় অনেক জল গড়িয়ে  গেছে বিগত কয়েকদিনে। এই সময়ের এক উল্লেখযোগ্য বেস্টসেলার লেখিকা, দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস "দিওতিমা" থেকে প্রায় অনেক অংশে চরিত্রায়ন, প্লট এবং সিকুয়েন্স ছবিটিতে মিলে যাচ্ছে। আসল ব্যাপার হল লেখিকার দৃষ্টিগোচর করেন প্রথমে তাঁর পাঠকরাই যখন উল্লেখ্য ছবিটির ট্রেলার প্রকাশ হয়। লেখিকা যথেষ্ট সচেতনভাবে তাঁর প্রকাশক, দীপ প্রকাশনীকে সব কিছু বারংবার জানতে তাঁরা প্রযোজক শিবপ্রসাদ মশাইকে জানাতে তিনি আশ্বস্ত করেন যে ছবির রূপরেখায় কোনোই মিল নেই যদিও ছবি ও গল্পের মূল উপজীব্য এক মহিলা যিনি অব্রাহ্মণ ও নারী হওয়া সত্ত্বেও সনাতন পুরোহিত সম্প্রদায় ও সমাজের বাঁধা কাটিয়ে কিভাবে পৌরহিত্য পেশায় নিজেকে পারদর্শী করে প্রতিষ্ঠিত হন। এই সময় নাকি প্রকাশকের সোশ্যাল মিডিয়া পেজে একটি লেখা মুছে ফেলা হয় ও উইন্ডোজের কাছে ভুল স্বীকার করে পোস্ট ও করা হয়।



এরপর ছবি প্রকাশের পর গোপন কম্মটি নিয়ে আবারো পাঠকরাই লেখিকাকে অবহিত করেন আর তারপর তিনি একটি ফেসবুকে পোস্ট করে ওনার বিশ্বাসভঙ্গ ও হতাশার কথা জানান। এর আগেও সুুচিত্রা ভট্টাচার্য, লিনাদেবীর লেখার ছায়ায় ছবি করে নূন্যতম ক্রেডিটটুকু দেননি আর্থিক প্রাপ্য তো দুরস্ত। এর পরই লেখিকাকে উকিলের চিঠি পাঠানো হয় এই মর্মে, যার মূল অভিযোগ নাকি লেখিকা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছেন আর ছবিটি নাকি কোনো ভাবেই গল্পের সঙ্গে মিল নেই। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতে তার লেখা নিয়ে নানান কুৎসা ও পোস্ট করে একপ্রকার কোনঠাসা করার প্রচেষ্টা শুরু হয় যাতে লেখিকা আরো বদ্ধপরিকর হয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আইনি লড়াইয়ে নামার তোড়জোড় শুরু করেছেন। এরই মধ্যে সমভাবাপন্ন ভুক্তভুগি লেখক সমাজকে নিয়ে একটি সংগঠনের রূপরেখাও তৈরি করছেন। শুধু তাই নয় উনি বাংলা লেখকদের জন্য প্রথম এজেন্সি বেঙ্গলিটেজের (দু  বছর আগে বইমেলায় যার সূচনা করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনা মুখোপাধ্যায় ও এই পোর্টালের স্রষ্টা প্রত্যয় সুর) সাথে যোগাযোগ করেছেন। 


দেবারতি বলছেন এমনিতেই লেখকদের রোজগারের দিকটা অবহেলিত। তার ওপর এই ধরণের ঘটনা মরার ওপর খাড়ার ঘা। এরপর একজন লেখকদের একা লড়াই করা খুব কঠিন। ফলে তাদের সেই লড়াই থেকে সরে আসতে হয়।  এই ধরণের প্রতারণা এড়াতে বা কপিরাইট  সুরক্ষিত করতে একটি ফোরামের খুব প্রয়োজন।
দেবলীনা মুখোপাধ্যায় জানান কপিরাইট লঙ্ঘন বহুদিন ধরেই চলছে।  যারা গল্প নিতে আসেন তারা  চুক্তিপত্রে এত কিছু দিয়ে দেন যে তা পড়ে দেখা সম্ভব হয়না লেখকদের। অনেকসময়  ছায়াছবির জন্য গল্প নিতে এসে  লেখকদের বিশ্বাস এবং আইনি অজ্ঞানতার সুযোগ নিয়ে তাদের অজ্ঞাতে ওয়েবসিরিজ এবং বিভিন্ন ভাষায় সিরিয়ালের সত্ত্বাধিকার নিয়ে নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে না যোগ্য পারিশ্রমিকও।

লেখিকা আরও জানান "আমার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে ওনারা নিজেদের রুচি বুঝিয়েছেন। এর আগেও এরকম প্রতারণা করে ক্ষমতার জোর দেখিয়েছে। কিন্তু এবার সোচ্চার হবার পালা।"

তাঁর পাঠকরাই তাঁকে সাহস জুগিয়ে যাচ্ছেন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কারণ ক্লেপ্টোমানিয়া বার বার পার পেয়ে গেলে দাগিরা এরকম ভাবে লেখকদের প্রাপ্য অর্থ শুধু নয় সম্মানটুকু ও কেড়ে নিতে অন্যদেরও সাহস যোগাবেন । সোশ্যাল দেওয়ালে তরজায় অনেকেই উপন্যাসটি না পড়েই মন্ত্যব্য করছেন অথবা এরকমও বলছেন যে লেখাটির থেকে নাকি সিনেমাটা অনেক ভালো হয়েছে, যেটাতে সাদৃশ্য প্রকারন্তরে স্বীকার করেই নেওয়া হয়। 

একসময়ের রিমেক (তামিল থেকে হলিউড) থেকে বাংলা সিনেমা কনটেন্টে অনেক এগিয়েছে কিন্তু কিছু মানসিকতা এখনো বদলায়নি, যদি সিনেমার বাণিজ্যের কথাই ধরা হয়, উইন্ডোস যদি মনের জানালা খুলে দেবারতির মতো জনপ্রিয় লেখকদের যোগ্য সম্মানটুকু দিয়ে ছবির campaign এ সামিল করত তাহলে তাঁর সোশ্যাল মিডিয়ায় (প্রায় লক্ষাধিক ফ্যান ফলোয়ার) খ্যাতির জন্য টিকিট বিক্রি কয়েকগুন বাড়তো বই কমত না। শুধু তাই নয় এই নেগেটিভ পাবলিসিটির পর অনেকেই বক্সঅফিস থেকে মুখ ফিরিয়ে নিতে পারে ভবিষ্যতেও এই সমীকরণটা কষার সদিচ্ছা নেই তাই বক্সঅফিসের অহংকার যে অনিত্য তা স্রষ্টা ব্রহ্মাই হয়তো জানেন।

Saturday, March 7, 2020

এই গরমে ত্বকের যত্নে সঙ্গে রাখুন আল্পস পাহাড়ের অ্যলোভেরা


শুষ্ক, স্বাভাবিক, বা তৈলাক্ত, ত্বকের ধরন যাই হোক না কেন এলোভেরার গুন ত্বকের যে কোনো সমস্যা নিমেষে সমাধান করে দিতে পারে। অতি পরিচিত এই ঘৃতকুমারী বা এলোভেরা জেল ত্বকের পাশাপাশি চুলেও নিয়ে আসে জৌলুস। 
এতরকম গুণে সমৃদ্ধ এলোভেরা জেল তাই এখন প্রসাধনে অপরিহার্য হয়ে উঠেছে। বাজারেও তাই চলে এসেছে বিভিন্ন প্রসাধনী প্রতিষ্ঠানের এলোভেরা জেল। এরই মধ্যে আল্পস গুডনেস (Alps Goodness) নিয়ে এসেছে এলোভেরা জেল। ইতিমধ্যেই দারুন হিট করেছেে আল্পস গুডনেসের এই স্বচ্ছ জেলটি। খুব সামান্য লাগে এবং উপকারিতাও মেলে অল্প দিনেই। এ ছড়াও এটি সম্পূর্ণ ভাবে রসায়নমুক্ত এবং পেরাবেন (paraben) মুক্ত। তাই কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়াও নেই বললে চলে। 




কি কি উপকারিতা

প্রথমত এটি যে কোনো ধরনের ত্বকের জন্যেই উপকারি।

রোদে পোড়া ত্বকে নিয়মিত লাগালে উপকার মিলবে। ব্রণ, একনে এমনকি বলিরেখা দূর করতেও এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ত্বকের আদ্রতাও বজায় রাখে।
চুলের যে কোনো সমস্যাতেও এটি দারুন কার্যকরী।
খুশকি, চুল পড়া বা দুর্বল চুলের জন্য সপ্তাহে তিনবার এই জেলটি স্ক্যাল্প এবং চুলে এক ঘন্টা লাগিয়ে শ্যাম্পু করে নিলে এই সমস্যাগুলি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।


Tuesday, March 3, 2020

কার অনুপ্রেরণা আজও উন্নয়নের পথে আলো দেখান রতন টাটাকে । অকপট স্বীকার ইনস্টাগ্রামে


মাত্র কয়েক মাস হয়েছে তিনি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। আর এই কয়েক মাসের মধ্যেই তাঁর ফলোয়ার সংখ্যা পেরিয়েছে এক মিলিয়নের বেশী। আর হবেনাই বা কেন। তিনি যে রতন টাটা। বর্তমান বা যে কোনো প্রজন্মের কাছেই তিনি একজন অনুপ্রেরণা। জামসেট টাটা তাঁর অনুপ্রেরণা হিসেবে তিনি বার বার জামসেট টাটার নামই স্মরণ করেন। আজ এই প্রবাদপ্রতিম পুরুষের একশো একাশি তম জন্মদিন। তাই সেই উপলক্ষে ইনস্টাগ্রামে তিনি  পোস্ট করে জামসেট টাটার ছবি এবং অকপটে জানান যে তাঁর সহানুভূতি শীলতা এবং পরিশ্রম কিন্তু টাটাগোষ্ঠীর উন্নয়নের ভীত। তাঁর ব্যাবসায়িক পদ্ধতি এবং মানবপ্রেমের গুনটি চিরকাল আলো হয়ে পথ দেখাবে তাদের। https://www.instagram.com/p/B9RWGj_Hu6Q/?igshid=gj54ybmmu67r
এই পোস্টির পরেই একের পর এক শ্রদ্ধা জানিয়ে কমেন্টস করতে থাকে তাঁর ভক্তরা।

Thursday, February 6, 2020

What's Up Cafe : A Bewitching Experience Of Rooftop Lounge

My first visit to whatsUp Cafe with my family was to celebrate our 5th anniversary. The main attraction of this place is the rooftop sitting arrangement and live music. The ambience was excellent with panoramic view. But the live music was really average. The interior decoration is also appreciable. We first chose to sit on the rooftop. But it is winter and the breeze was too cold to sit outside with our kid. There's bar and hukka facilities too.

We chose Chicken tikka kabab for starter. The kabab was excellent and was served piping hot with loads of salad and sauce. The kabab was succulent and well cooked. It was so soft inside that easily get melted inside the mouth. My 3 years old daughter really enjoyed the dish as she was easily chewing it.



In the main course we tried Mixed Cantonese Pan fried noodles. It looks moist outside but inside it was crunchy. It was loaded with lots of mushroom and egg. But the amount of chicken and prawn was not enough.


But in total they serve ample amount of food. The main course was more than enough for two person. Foods were really scrumptious and non greasy. Water melon juice was average.

Location
This restro pub is located at Southern Avenue just opposite of Najrul Mancha (Gate - 2). Very near to Golpark and just 10 minutes walking distance from Lake Kali Bari.

P.C - Internet




Service
I am really impressed with their hospitality. All the staffs were polite and very professional. They also give special attention to kids. Even they offer welcome chocolate to my daughter.






Monday, January 13, 2020

The Jewelry Trend of 2020 : Fabric Jewellery


Sreeja Ghosh Sur



To me jewelry is an egress to expression. It tells an individual story. It simply convey your personality and your soul. Fashion is an art. But no art will get completed without expression. So jewelry plays an important role in the fashion world. Isn't it? But it doesn’t mean you have to put gold and silver jewelry studded with all valuable gems. It is never wrong to experiment with fashion. We can always come up with our own style statement.

Yes, if you are bored with gold, silver or oxidize jewellery then definitely opt for fabric or textile jewelry. I must say fabric jewelry can go with any attire and in any occasion. Fabrics are really versatile and attractive. One thing I must mention that whenever I wanted to stand outside the crowd, I opt for fabric jewelry from my very own Roudriz Boutique. These textile jewelry comes in so many interesting prints and vibrant colours that it could make any simple outfit look voguish.

In this post I am sharing few fabric jewelry from Roudriz Boutique design that could dominate 2020. 

 Jute and Fabric Jewelry






Its unique style and design would certainly turn all eyes on you. This hand painted motif has been beautifully placed on jute base. 


Another creation with jute embellished with fabric flowers fabric flowers and white kori. A little bit hand painting simply enhance it's beauty.

Terracotta Motif on Fabric Necklace



Fabric Earring


This silk fabric earring with golden chain will add new twist to our wardrobe.


I love to wear this simple handmade classy polka dots earring which instantly add splash of chic to any outfit.

Textile Cuff Bracelet




Hand painted Fabric Neckpiece





Thursday, December 12, 2019

Why I Switched On To Everteen Natural Intimate Wash : Review


If I ask that why is it necessary to use intimate wash then maximum answer that  will come is to feel fresh and clean. But how can we forget about the hygiene? Specially when it comes about private part of our body. Most think that feeling fresh and clean is the ultimate goal which can be done with regular soap. But actually we woman need to be more careful about our lower private area. Now the question may arise why? Your intimate area has an acidic pH which is higher than rest of our body skin. It maintains good bacteria and checks bad one. If we don't maintain proper hygienic routine then it may upset pH balance leading towards vaginal infections.

So it will be really a good idea to avoid scented regular soap and switch on to healthy intimate wash. Now it is also necessary to choose your intimate wash very carefully. You may get number of intimate wash in the market. But all may not give you the ultimate hygeine and satisfaction. 

I always find it safe to choose the natural one. So I find it fine to go for Everteen Natural Intimate Wash from Wet &Dry Personal Care. I have already used their product before and was fully satisfied. So when they asked me to write a review for them I chose this one.









Why I go for Everteen Natural Intimate Wash? 
First of all it is totally natural and soap, SLES & SLS free.
It demands to stop irritation itching. Also prevents unpleasant odour and vaginal infection.
Maintain pH balance as well as vaginal moisture.

Look

Packaging is normal. It comes in a simple jar well packed in a box. Pink is one of my favourite colour. So naturally I like the  colour of the cap. 
The texture of the intimate wash is more or less like any body wash and the colour is transparent golden brown.
All instructions are given inside the box.


My Experience

It is designed to maintain complete vaginal hygiene. I am using it near about a month and I am truly impressed with it. Everteen Natural Intimate Wash helps to decrease irritation and itchiness due to sweat making me feel fresh and clean day long.
It needs in very small amount and it smell really good and mild.
I have a dry skin. I find this intimate wash is making the skin a little bit more dry. So I have to apply little moisturizer after washing.
http://www.everteen.co.in/















Thursday, November 21, 2019

Sundarban Diary - Thrilling Lifetime Experience

Part I
Sreeja Ghosh



If I ask you about Sundarban,one of the world's largest mangrove forest, what will come to your mind first? Bengal Tiger. Yes the great Royal Bengal Tiger. But I must say Sundarbans means exquisite nature, the mystery and the music of jungle, rustling of leaves, shades of green and yellow, whistling of crickets, bird's chirping and serenity of the river. Sundarban is one of the world's largest estuarine forest criss crossed by hundreds of tributaries and creeks.





It was after a prolonged waiting I and my family managed to plan a short trip at Sundarban - the land of Bengal Tiger. On 11 October 2019.We headed towards this world heritage site located at the southern tip of west Bengal (A large part of Sundarban is included in Bangladesh too) and about 110 Km from Kolkata. 

https://youtu.be/emhQhudce9w





To reach Sundarbans you have to reach Gosaba block ghat at Godkhali first. We were supposed to meet at Godkhali with our tour operator. So we reached Canning via train from Jadavpur (one can also take train from Sealdah to reach canning). From there we reserved an auto to reach Godkhali. It took about an hour to reach there and from then we could feel the real thrill and were excited by anticipating the adventure.
while waiting to join the tour operator at Godkhali I had a conversation with few local inhabitants. They shared that how Bengal tigers has become part and parcel of daily life of Sundarbans. This is the land of Tiger, definitely man eater, crocodiles and King cobras.There are so many stories hidden in Sundarban that are undeniably gave us goosebumps. I was startled to learn from one of the ferry men (majhi) that in the last day itself the man-eater claimed a human prey from one of the village outskirts of the jungle!







Sponsored AD Space

Sponsored AD Space
See Your AD Here