Loading...

Sunday, June 4, 2023

করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার বিভিষিকাময় রাত কাটিয়ে যারা ফিরলেন। কি হয়েছিল সেদিন রাতে?

যারা বেঁচে ফিরলেন। ওপর থেকে সায়ন্তনি ঘোষ, সুজন মন্ডল, অনুভব দাস                                            ছবি সংগৃহীত 



তথ্য সংগ্রহ : সুলেখা দাস

গত চল্লিশ বছরের সবথেকে ভয়াবহ করোমন্ডল এক্সপ্রেস  ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। গত শক্রবার অর্থাৎ ২ জুন ২০২৩ দিনটি ইতিহাসের পাতায় কালা দিবস হিসেবেই গণ্য হবে। বলেশ্বরের করমন্ডল এক্সপ্রেস, যশোবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়িতে সংঘর্ষে ফলে গত তিনদিনের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০০। ৯০০ জনেরও বেশি আহত। তবে যারা ওই বিভিষিকাময় রাতে লাশের ওপর হেটে বেঁচে ফিরলেন তিনদিন কেটে গেলেও তাঁদের মুখে চোখে তখনও কাটেনি আতঙ্ক ও ভয়। চোখ বুজলেই যেন হাতছানি দিচ্ছে সেই ভয়ঙ্কর রাত, মানসিক ও দৈহিক আঘাত। 


স্থানীয়রা ছুটে এসেছিলেন উদ্ধার করতে। তবে সবকিছুরই দুটি দিক থাকে। একদিকে যেমন কিছু মানুষ দেশলাইয়ের বাক্সের মতো দুমড়ে মুচড়ে যাওয়া বগি থেকে তাদের উদ্ধার করেছেন। অন্যদিকে সেই গ্রামেরই কিচ্ছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা বগি চুরি করতেই বেশি ব্যাস্ত ছিলেন বলে দাবি অনেক যাত্রীর। কি হয়েছিল সেদিন রাতে? প্রাণ হাতে নিয়ে ফিরে আসা যাত্রীরাই বর্ণনা দেন সেই অভিশপ্ত রাতের। 



পিকনিক গার্ডেনের  বাসিন্দা সায়ন্তনি ঘোষ তাঁর এগারো বছরের কন্যাকে নিয়ে  করমন্ডল এক্সপ্রেস এ১ কামরায় যাচ্ছিলেন। সন্ধ্যেবেলার লোয়ার সিটে বসেছিলেন তিনি। হঠাৎ এক বিকট শব্দ তার সঙ্গে মারাত্মক ঝাঁকুনি অনুভব করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কামরাগুলি লাইনচ্যুত হয়েছে এবং সংঘর্ষের জেরে কাচের বাইরে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলেন।   তিনি বলেছিলেন "সামনের কামরার বাথরুম আমাদের কামরায় ঢুকে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে উদ্ধারকাজে হাত লাগাতে কিন্তু তাদের আরও একটি রূপ ফুটে উঠেছিল তার অভিজ্ঞতায়। তিনি বলেছিলেন "সাহায্য করার জন্য ব্যগটি নিয়েছিলেন এক স্থানীয় ব্যক্তি কিন্তু আর ফেরৎ দিলেন না।   সামনের কামরা থেকে স্থানীয় বাসিন্দাদের চুরি করতেও দেখলাম।এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি  মেয়েকে নিয়ে ওই দুমড়ানো কামরার মধ্যে থেকে এসে ২কিলোমিটার হেঁটে লাইনের অপরপ্রান্তে পৌঁছানোর পর আরও ভয়ঙ্কর বাস্তবের সঙ্গে  মুখোমুখি হলাম, দেখলাম আস্ত লোহার বগিগুলি কাগজের মত কুঁচকে গিয়েছে। চারিদিকে শুধুই আর্তচিৎকার। এই সব দেখে আমার সন্তান পাতার মতো কাঁপছে।  ও আমাকে একটা কথা বলল যে সবাইতো বেরিয়ে ছিলাম বাড়ি ফিরব বলে, কিন্তু তা তো সবার হলো না। আচ্ছা যদি  ওই কামড়াগুলিতে কোনো শিশু থাকে!  তার আঘাত লাগলে , যে ভাবে বগিগুলো দুমড়ে গেছে তাতে তো তাকে খুঁজে পাওয়া যাবেনা। আমি ওর মুখে এই কথা শুনে আরো ভেঙে পড়েছিলাম।" তিনি  চোট পেয়েও সন্তানকে নিয়ে ফিরে আসতে পেরেছে এই ভয়াবহ দুর্ঘটনা  থেকে তাই বারবার ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলেন। 


 দাসপুরের সুজন মণ্ডল খড়গপুর থেকে উঠেছিলেন করমন্ডল এক্সপ্রেস। তিনি  দীনদয়াল কোচে উঠবেন ভেবেছিলেন কিন্তু শেষ মুহূর্তে মনস্থির করেন এস ফাইভে উঠবেন সেই ভাবনার জন্য বারবার তার ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছিলেন। তার কথায় "লুপ লাইনে করমন্ডল এক্সপ্রেস ঢোকার কয়েক সেকেন্ড পরই চালক বুঝতে পারেন এবং এমার্জেন্সি ব্রেক কসেন তখন চারিদিক থেকে ধুলোবালিতে ভর্তি হয়ে যায় বিকট শব্দ হতে থাকে তার সঙ্গে আগুনের ফুলকি এবং ট্রেনের ভেতর পাওয়ার কাট হয়ে যায়। পাশের দেখি দরজার পাশে বসে থাকা ৫-৬ জন ছিটকে কোথায় চলে গেল খুঁজে পেলাম না,  ট্রলি ব্যাগ  আটকে যায় দরজায় আর বাথরুমের দরজার একটি অংশ শক্ত করে ধরেছিলাম সেই অবস্থায় ট্রেনটি তখনও যথেষ্ট জোরে ঝাঁকুনি দিচ্ছিল, ট্রলি ব্যাগটি যদি গেটে  না থাকতো আমিও   স্লিপ করে পড়ে যেতাম এবং চাপা পড়তাম ট্রেনের নিচে। এই ঘটনার কয়েক সেকেন্ড পর ধাতস্থ হলাম এবং তার আগেই আমি বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে তবে তার তীব্রতা যে এতটা ভয়ংকর সেটা বুঝতে পারেনি।  এই সময় মোবাইলে ইমারজেন্সি মোড হয়ে গিয়েছিল।  নিচে নেমে এসে লাইট জেলে দেখি ঠিক আছি আমি,  সেখান থেকে লাইভ করার চেষ্টা করি সবাইকে জানানোর জন্য। কিন্তু লাইভটি শুরু করার কয়েক মিনিটের পর এই লাইভটি বন্ধ করে দিয়েছিলাম  কারণ আমি ওই ট্রেনেরই সহযাত্রী ছিলাম আমার সহযাত্রীদের এইরকম অবস্থা দেখুক আমি চাইনি।  ট্রেনের যত সামনের দিকে এগোচ্ছি তত মর্মান্তিক দৃশ্য দেখে আমার শরীর খারাপ করতে শুরু করেছিল। কারুর হাত কাটা গেছে তো কারুর ধর মুন্ডু আলাদা। কোথাও বা দোলা পাকিয়ে পড়ে রয়েছে দেহ। খুব ঘামতে শুরু করেছিলাম এবং হার্টবিট ফাস্ট হয়ে যাওয়ায় স্থানীয়রা আমাকে জলের বোতল প্রাথমিক সেবা যত্ন ও সান্তনা দিয়ে বর্তমান অবস্থায় ফিরিয়েছিলেন। আমি সুস্থ আছি বলে আমি আমার ব্যগটা নিয়ে চলে আসব সেটা করা উচিত নয়, আমিও করিনি সেটা, তারপর আমিও  স্থানীয়দের সাথে উদ্ধারের কাজেও হাত লাগিয়েছিলাম। দুর্ঘটনার আধঘন্টার মধ্যে ওডিআরএফ টিম  পৌঁছে গিয়েছিলেন। অনেকেই বলছে শুনছি স্থানীয়রা চুরি করেছে তবে আমার চোখে পড়েনি। উল্টে আমার চোখে স্থানীয়দের মানবিকতা ছবি ফুটে উঠেছে‌।১৮-২০ বছরের দুটি ছেলে হাইওয়ে পর্যন্ত আসার সময় অর্ধেক রাস্তা আমাকে ছেড়ে দিয়ে যায় এই কারণেই স্থানীয়দের কথা আমার অভিজ্ঞতায় বারবার উঠে আসবে। "



অনুভব দাস যিনি একজন জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডি রিসার্চ স্টুডেন্ট তিনি কটকে নিজের বাড়ি ফিরছিলেন। ছিলেন করমন্ডল এক্সপ্রেসে । বিকট শব্দে ট্রেন থেমে যাওয়ার পর কোনরকম নিচে নেমে দেখেন এক্সপ্রেসের আরো কয়েকটি কোচ এদিক-ওদিক ছিটকে পড়ে আছে। তার কথায় " আমাদের কোচের কারো সেরকম কিছু হয়নি। আমরা দশ পনেরো জন এগিয়ে গেলাম তখন দেখলাম সামনে পড়ে থাকা কোচ থেকে মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছে। তখনো আমি ভাবছি আমাদের ট্রেনের কিছু হয়নি, যশোবন্তপুর এক্সপ্রেসে  দুর্ঘটনা ঘটেছে। তখনই আমরা পুলিশ, ইমার্জেন্সি সার্ভিসে ফোন করি। অসুস্থ মানুষদের জল দিলাম, রেলওয়ে বেডসিট ছিড়ে ব্যান্ডেজ বানিয়ে কিছুজনের প্রাথমিক চিকিৎসাও করলাম। তখন দেখতে পেলাম অনেক এম্বুলেন্স আছে কিন্তু আমাদের দিকে না এসে সামনের দিকে চলে যাচ্ছে। তখন ভাবলাম আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো  ওখানে কেন যাচ্ছে? তখন আমি আরো কয়েকজনকে নিয়ে সামনের দিকে এগোলাম তখন যা দেখলাম করোমন্ডল এক্সপ্রেসের সামনের কোচগুলির অবস্থা আরো ভয়ংকর। করোমন্ডলের ইঞ্জিন তিন থেকে চার তলা বাড়ির সমান উঁচুতে মালগাড়ির উপর উঠে গিয়েছে। রেললাইন উপড়ে গিয়েছিল, ফিসপ্লেট প্রায় ৪০ থেকে ৫০কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়েছে, কিছু মৃতদেহও দুর্ঘটনার স্থল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েছিল। রেল আধিকারিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম রিসেন্ট রেনোভেট হয়েছিল এই ট্র্যাকটি এবং কোচগুলি ছিল অত্যাধুনিক এল এইচ বি কোচ, তাও ঘটনার এত ভয়াবহতা তার কারণ তদন্তের পরই জানা যাবে। ছোট ছোট বাচ্চা তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, গোটা পরিবারের লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কারোর হাত, কারোর পা কেটে গিয়েছে, তো কারোর আবার শুধু মাথা দেখা যাচ্ছে।  একটি পনেরো বছরের ছেলেকে দেখলাম তার বাবার হাত কেটে গিয়েছে বলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু তার নিজেরই মাথা ফেটে গিয়েছে। আমি তিন ঘন্টার মত ছিলাম  দুর্ঘটনার স্থলে আমি তখনই প্রায় ৩০০টি মৃতদেহ দেখেছি। বালেশ্বর থেকে কটক, ভুবনেশ্বর ,ভদ্রক অফিস ফেরত লোক উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে।"


যশোবন্তপুর এক্সপ্রেসে ছিলেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক শেখ পল্টু। তার গ্রামের আরো দশটি ছেলে তার সঙ্গে বেঁচে ফিরে এসেছে। তিনি জানিয়েছেন "আমাদের বগি এক তালগাছ সমান উঁচুতে উঠে যায় এবং নয়নজুলিতে  গিয়ে পড়ে। নিজেরাই জানালা ভেঙে মৃতদেহের উপর দিয়ে বেরিয়ে আসি। পুলিশ ও উদ্ধার বাহিনীর কারোর সাহায্য পায়নি।"


 বাঁকুড়া জেলার বাসিন্দা বিদ্যুৎ পাল ও সুজন বাউরী, করমন্ডল এক্সপ্রেসে করে ভিন রাজ্যে কাজে যাচ্ছিলেন। তাদের বাড়ির লোকেরা জানিয়েছেন "আমাদের ছেলেদের আঘাত লেগেছে প্রাথমিক চিকিৎসার পর ওআরএস ও দুটো বিস্কুট এবং জলের বোতল দিয়েছিল। রাতে  কথা হয়েছিল তারা এখন ভালো আছে কিন্তু বাড়ির ছেলে বাড়ি এখনো না ফেরায় উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের"।


 যশবন্তপুর এক্সপ্রেসের ৬ নম্বর কামরায় ছিলেন খাদিজা শেখ, তিনি জানিয়েছিলেন "বাস হঠাৎ দাঁড়িয়ে গেলে যেমন অনুভূতি হয় ঠিক সেরকম অনুভুতি হয়েছিল। তারপর বাইরে বেরিয়ে এসে দেখেছিলাম আমাদের ট্রেনের এক থেকে চার নম্বর বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল।"


কলকাতা টালিগঞ্জের একদম্পতি  চিত্তরঞ্জন বাঘা ও তার স্ত্রী পূর্ণিমা রাউত বাঘা তাদের মেয়ের কাছে চেন্নাইতে  যাচ্ছিলেন করমন্ডল এক্সপ্রেসে করে।  তিনি জানিয়েছেন "ওই সময় বিটু কামরায় ছিলাম, তাই আঘাত কিছুটা কম লেগেছে, কথা বলতে পারছি কিন্তু আমার স্ত্রী বিফাইভে ছিলো। 

উনি মাথায় চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্সে করে ফিরে আসি কলকাতায় এবং অ্যাপেলো হসপিটালে চিকিৎসাধীন  এখনো কথা বলার মত অবস্থায় নেই।"

Friday, May 5, 2023

Boutiqart to bring kumortuli at your doorstep along with 15 types of artforms




Kumurtuli is a historic community of traditional potters located in North Kolkata, where skilled artisans have been sculpting idols of gods and goddesses for over 300 years. With a population of approximately 400 artisans, most of whom are descendants of the Nadia district known for their ancestral occupation of pottery and clay modeling, these artists are responsible for creating the age-old festival of Durga Puja and other celebrated duties not only in West Bengal or India, but also for export worldwide, especially to communities with Bangalee diaspora who wish to celebrate their culture and festivities. Despite its rich cultural and artistic heritage, Kumurtuli has been neglected for quite some time. To address this, Boutiqart.org has undertaken efforts to bring the work of these talented artists to the world stage. Customers from anywhere in the world can now purchase their desired idols from the comfort of their homes, clubs, or communities, and have them delivered directly to their doorstep.





In addition to Kumurtuli, Boutiqart also showcases the works of artisans from other regions, such as Assam, Bisnupur, Santipur, and Katwa, as well as weavers from different areas, with a total of 15 types of artforms available on the platform. 



The official launch of Boutiqart took place on April 28, 2023, at the Kolkata ICCR Gallery, and was attended by esteemed guests such as renowned Writer Sirshendu Mukhopadhyay, Director of ICCR Minakshi Mitra, Joint Director of MSME D. Mitra, Film Director Debashis Sen Sharma, Artist Ganesh Bhattacharjee, Industrial Development Officer Anil Singh, and founder of Idearcade and Boutiquart Mr. Pratayay Sur and Sreeja Ghosh Sur. 




Sirshendu Mukhopadhyay, the esteemed author, expressed that his age prevents him from attending events, but he made an exception for this particular initiative due to its innovative nature. He commended Boutiqart's effort to unite artists and artisans in a unique platform, as they are often under-recognized in their respective fields. This initiative aims to promote their work and raise awareness about their contributions.



Debashish Sen Sharma, a renowned film director, expressed his appreciation for the uniqueness of the Boutiqart Younique Mela. He extended his gratitude towards the organizers for their effort in creating a platform that promotes art and crafts during these challenging times. 



Founder of Boutiquart Pratayay Sur explained that, since the onset of the COVID-19 pandemic, people have increasingly turned to online platforms for their needs, and they saw an opportunity to showcase and sell art online. Thus, the journey of Boutiqart began. 




Several notable figures, including actress Mouboni Sarkar, singer Soumitra Ray, and Goutam Barat, attended the Boutiqart Younique Mela. Actress Moubani Sarkar also shared her experience of the event, stating that the Boutiqart Younique Mela at ICCR Gallery was captivating and offered a glimpse into several art forms that are often overlooked,that artform have come up again in front of everyone's eyes. Ceramic artist Tandra Chandra shared her contentment in participating in the event and expressed her belief that such exhibitions should take place annually.




Tuesday, April 4, 2023

নীতা আম্বানির ডাকে একত্রিত হলি, বলি, টলি



ভারতের নতুন সাংস্কৃতিক গন্তব্য দেখতে ও সাক্ষী থাকতে একত্রিত হল হলিউড বলিউড, থেকে টলিউড ও ক্রীড়া জগত। ইংরেজিতে একটা কথা আছে Star studded night।এ যেন সেই এক অবিশ্বাস্য তারকা খচিত রাত।  ভারতে এই প্রথম বিশেষ ধরনের কালচারাল সেন্টার খুলল রিলায়েন্স।এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার।অনুষ্ঠানে সামিল বলিউড ও হলিউডের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। ছিলেন ক্রীড়া জগতের তারকারাও।



শুক্রবার বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড গার্ডেনে  নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি ও  ইশা আম্বানি।



এই সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধনে তারকাদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো উজ্জ্বলাভা দান করেছিল।



কোকিলাবেন ধীরুভাই আম্বানির প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়েছিল। মূল মঞ্চে  নৃত্যশিল্পী হিসেবে নিজের স্বাক্ষর রেখেছেন নীতা আম্বানি। উদ্বোধন অনুষ্ঠানে একসঙ্গে ৭০০ জন শিল্পী পারফর্ম করেছিলেন। এই ঝাঁ চকচকে ইভেন্টে ডিজাইনার পোশাকে সেজে উঠেছিল সমস্ত তারকাই। ঠিক যেন ফ্লিম ফেয়ার ফেস্টিভ্যালের মতো। ভারতের সংস্কৃতির দিকে খেয়াল রেখে হলিউডের অনেক তারকারাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইনার শাড়িতে।


আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারত এসেছিলেন জিজি হাডিড, ক্রিশ্চিয়ান লবটিন,  স্পাইডার ম্যান  ওরফে টম হল্যান্ড ও তার বিশেষ বন্ধু হলিউড অভিনেত্রী জেন্ডায়া। তিনি কালো স্যুট ও অভিনেত্রী নীল ডিজাইনার শাড়ীতে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের একাধিক ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই  অনুষ্ঠানে একটি দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয়  করলাম,  আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন আম্বানি পরিবারকে। হলিউড ও বলিউডের তারকা একই ফ্রেমে ধরা দিয়েছিলেন।  সেদিন বলি ও হলি দুনিয়ার ওই বিভেদটা  মিশে গিয়েছিল এক ছাদের তলায়।


নীতা আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে নেমেছিল তারকাদের ঢল। এসেছিলেন করন জহর, দীপিকা পাদুকোন,রণবীর সিং, কাপুর পরিবারের সদস্যরা,  প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী  নিক জোনার, সস্ত্রীক আয়ুষ্মান খুরানা, কাজল দেবগন ও তার মেয়ে, ঐশ্বর্য রাই বচ্চন ও তার পরিবার, এমনকি দেখা গিয়েছিল মহেশ ভাট ও সোনি রাজদান, সুনীল শেট্টি, অনন্যা পান্ডে, ভূমি পাড়নেকর  বাদ পড়েনি কেউই।




এই হেভি ওয়েট  ইভেনটিতে শুধু  বলিউড, হলিউড নয় সমস্ত ক্রীড়া জগত ও রাজনৈতিক জগতের  বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন  সস্ত্রীক যুবরাজ সিং, সুরেশ রায়না, সচিন তেন্ডুলকর এছাড়াও উদ্ভব ঠাকরে, স্মৃতি ইরানি প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্বরা। NMCC-তে আমন্ত্রিত ছিলেন সদ্ গুরু থেকে শুরু করে রাধানাথ স্বামী ,গৌর গোপাল দাস প্রমুখ ব্যক্তিরা, তাদের উপস্থিতি সংস্কৃতির এই মঞ্চকে আরো স্নিগ্ধতা প্রদান করেছিল।



বিশ্ব বিখ্যাত ক্রিকেট তারকা   শচীন তেন্ডুলকার, অঞ্জলি তেন্ডুলকর ও সারা তেন্ডুলকর ইভেন্টিতে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন  এই ইভেন্টিতে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত অনুভব করছেন।





বলিউড বাদশা শাহরুখ খান ও তার পরিবার এই ইভেন্টে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন নীতা আম্বানির এই চিন্তাধারা ১০ থেকে ১২ বছর আগে থেকেই ছিল এবং এই পরিকল্পনার কথা তিনি শেয়ারও করেছিলেন। শিল্পের এবং শিল্পীদের প্রতি আনুগত্য ও ভালোবাসা না থাকলে এই কাজ করা সম্ভব নয়। বলিউডের ভাইজান সালমান খানের এন্ট্রি নেন চিরাচরিত নিজের আন্দাজে । তিনি শাহরুখ খানের পরিবারের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন।



বলিউডের গ্ল্যামারাস ভার্সেটাইল অভিনেত্রীরা যেমন হেলেন, ওয়াদিয়া রহমান, রেখা ওই ইভেনটিতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন।এই ইভেন্টে তারকাদের পোষাকের ঝলক বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের শোকে টেক্কা দিতে পারত।










সোনাম কাপুর নীতা আম্বানির কালচারাল সেন্টারের মিউজিয়ামে রাখা বিভিন্ন সংগ্রহের প্রশংসায় পঞ্চমুখ । তিনি বলেছিলেন যেন ছোট্ট একটা ইন্ডিয়া ধরা দিয়েছে এই মিউজিয়ামে। মাসাবা গুপ্তা তার চিরাচরিত আরামদায়ক, অসাধারণ পোশাকে ধরা দিয়েছিলেন এই ইভেন্টে। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া, রনবীর সিং থেকে শুরু করে আলিয়া ভাট এবং রশ্মিকা এই কালচারাল  সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে কোমর দুলিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়  খাওয়ারে ব্যবস্থাপনাতে  সেভেন স্টার হোটেলকে   টেক্কা দেওয়ার মতো আয়োজন ছিল।





ইশা আম্বানি জানিয়েছেন নিতা আম্বানি অর্থাৎ তার মা সর্বদাই সাংস্কৃতিক দিকে বিশেষ যত্নশীল।  নীতা আম্বানি নিজেও একজন ধ্রুপদী নৃত্যশিল্পী হওয়ার কারণে মঞ্চ সর্বদাই তার কাছে মন্দিরসম। এই কালচারাল সেন্টারটির  উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত ।




নীতা আম্বানি জানিয়েছেন আমার শক্তি ছয় সন্তান ও তিন নাতি-নাতনি আমার জীবনের আনন্দ। এছাড়াও তিনি মুকেশ আম্বানি ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তার সমস্ত চিন্তা ভাবনাকে গ্রহণ এবং সমর্থন  করার জন্য। ৩রা এপ্রিল থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই কালচারাল সেন্টারের দরজা।



ভারতীয় শিল্পকলাকে সম্মানিত করতে ও তাদের শিল্পকে সবার সামনে তুলে ধরতেই বিশ্বব্যাপী আইকনদের জড়ো করেন বলে দাবি আম্বানিদের
































Tuesday, March 14, 2023

Explore the World of Luxe Pret With Tarun Tahiliani at Lakme Fashion week 2023



From the runway of Lakmé Fashion Week 2023, witness the grandeur and artistry of Tarun Tahiliani's latest collection. Explore this special luxe pret collection at Lakmefashionweek2023—it promises to be an unparalleled experience like no other!

The TarunTahiliani LuxePret Collection, Sheer Drama, was showcased at the Lakme x FDCI Fashion Week 2023, and it paid homage to draped designs that transcended art. Every ensemble evolved into a fashion story of its own - with molten metallic drapes, ivory fluid silhouettes and handcrafted details that exuded an India Modern interpretation of luxe prêt: easy, comfortable and cool.







The collection is a visual feast of opulence, featuring structured draping and traditional embroidery reimagined in unexpected ways. Fans of the designer can look forward to a range of awe-inspiring designs in a spectrum of colors that range from neutral and nude shades to pastels, metallics and bold reds.





The color palette is a varied one, with the designers carefully selecting hues that embody elegance and grace. From warm ivory tones to calming beiges, chic rose pinks to electrifying violets, there's something for everyone! Highlighting these well-thought-out hues are subtle metallic accents that bring each piece alive. And for those looking for something brighter, the true star of this collection are exquisite embroidered red pieces that exude luxury and sophistication.


Structured Draping





Tarun's creations feature structured draping, which involves using different techniques to create a drapery effect - such as pleating, smocking, puffing and ruching. The result? A sophisticated appearance that gives the garment elegance, while still being comfortable.


Reimagined Embroidery





Next up, you'll find traditional embroidery totally reimagined in non-traditional sprays and settings—leaving a lasting impression on all that witness it! This intricate detail brings each piece to life through various stitches like bullion-knots, pearl beads and sequins.





Altogether, these techniques come together to form a unique luxe pret collection presented in a spectrum ranging from neutral, nude, pastel, metallic and red—giving you something for every occasion. Get ready to be adorned by light textures: because with Tarun Tahiliani at Lakmefashionweek2023 - you're in for a treat!


Tarun Tahiliani’s luxe pret collection at Lakme Fashion Week 2023 was truly an enchanting experience that drew inspiration from traditional Indian embroidery and craftsmanship. His light and airy textures juxtaposed with structured draping techniques, gave the collection a unique and modern look that had the audience mesmerized. With an array of vibrant colors, the collection showcased timeless Indian craftsmanship fused with modern design. It was a perfect representation of how traditional and contemporary styles can come together to create something magical.


Photo Source :

https://instagram.com/taruntahiliani?igshid=YmMyMTA2M2Y=


Sponsored AD Space

Sponsored AD Space
See Your AD Here