Loading...

Friday, December 9, 2022

ইতি Memories - এর জার্নি এখনও "memorable" হয়ে থাকবে পরিচালক সমদর্শী দত্তের মনে



সুলেখা দাস 

সম্প্রতি "ইতি memories" -এর দ্বিতীয় পোষ্টার রিলিজ হয়েছে। শীতের মরসুমে যেমন গোয়েন্দা গল্পের তুলনা হয়না , তার সঙ্গে এরকম একটি মিষ্টি প্রেমের গল্প এক অন্য মাত্রা এনে দেয়। সমদর্শী দত্ত-এর পরিচালনায় ক্লিকের ওটিটি প্লাটফর্মে চলতি বছরের শেষে মুক্তি পেতে চলেছে এক অন্য স্বাদের ওয়েব সিরিজ "ইতি memories"। 

ছবির পরিচালক সমদর্শী সেনের Bongjournal - এর সঙ্গে কথা বলতে গিয়ে জানান গল্পটি বেশ অনেকদিন ধরেই  মাথায় ছিল । কিন্তু সময়ের অভাবে ছবিটি বানানোর সুযোগ হয়ে ওঠেনি। তিনি জানিয়েছেন সিরিজটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে রাস্তাঘাটে। গ্রীষ্মের রোদে যেসব লোকেশনে শ্যুটিং হয়েছে সেখানকার মানুষ খুব সাহায্য করেছে, যা পরিচালকের খুবই  ভালো লেগেছে। বলাই যায় পুরো শ্যুটিং-এর জার্নিটাই পরিচালকের কাছে "মেমোরেবল" হয়ে থাকবে

এই সিরিজের মুখ্য  চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় ও অভিনেত্রী তনিকা বসুকে। এই সিরিজে তাদের চরিত্রের নাম মল্লার ও আহেরী। এই ওয়েব সিরিজে ভালোবাসার টানে এক প্রবাসী বাঙালির শতাধিক প্রাচীন ঐতিহ্যের শহর কলকাতার ওলিগোলি চেনার গল্পকেই তুলে ধরেছেন পরিচালক। কথা ছিল আহেরী কলকাতাকে অন্যভাবে চেনাবে মল্লারকে। সেই কথা রাখতে মল্লারও এসেছিল সূদূর বিদেশ থেকে কলকাতায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যেদিনই মল্লারের প্লেন কলকাতার মাটি স্পর্শ করল এক পথ দুর্ঘটনার আহেরীর মৃত্যু হল। কিন্তু তারপর মল্লার আহেরীর মত করে কলকাতাকে চেনার জার্নি শুরু করল। এই জার্নিতে মল্লারকে একাধিক ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

No comments:

Post a Comment

Thanks for your comment. Feel free to contact for any queries, suggestions or any proposal.

Sponsored AD Space

Sponsored AD Space
See Your AD Here